Skip to content

মহাকুম্ভে 'মহা যানজট',ট্র্যাফিক জ্যাম প্রায় ২০০-৩০০ কিলোমিটার!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ১৪৪ বছরের মহাকুম্ভ যোগে প্রয়াগরাজে মেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি। ইতিমধ্যে মোক্ষলাভের আশায় ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছে গোটা ভারত! সাধু-সন্ত থেকে আমজনতা। এরই ফলে এবার তৈরি হয়েছে মারাত্মক ট্র্যাফিক জ্যাম। মধ্যপ্রদেশ থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার মধ্যপ্রদেশের কাটনি, মাইহার এবং রেওয়া জেলা জুড়ে রাস্তায় শত শত গাড়ি থমকে। এই বিশাল জ্যামের ফলে রবিবার মধ্যপ্রদেশ পুলিশ বাধ্য হয়ে কয়েকটি জেলায় যান চলাচল বন্ধ করে। জ্যাম প্রায় ২০০-৩০০ কিলোমিটার পর্যন্ত। মধ্যপ্রদেশ পুলিশ রিপোর্ট,"প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব, কারণ ২০০-৩০০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।" পুলিশ মারফত আরও জানা যায়,"রবিবারে ব্যপক ভিড়ের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি দু'এক দিনের মধ্যেই সহজ হয়ে যাবে। মধ্য প্রদেশ পুলিশ প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানবাহন চলাচলের অনুমতি দিচ্ছে।" ব্যাপারটি সম্পর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, "প্রয়াগরাজ সংলগ্ন রাজ্যের এলাকাগুলিতে, বিশেষ করে রেওয়াঞ্চালে ট্র্যাফিকের উপর চাপ রয়েছে। সাধারণ মানুষ অন্যান্য রাজ্য থেকেও ছুটে আসছেন। আমি সবাইকে অনুরোধ করছি আগামী কয়েক দিন প্রয়াগরাজের দিকে না এগিয়ে যে যেখানে আছেন সেখানে অপেক্ষা করুন।" তারই সাথে বলেন, "আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি। গুগলে চেক করুন। যদি রাস্তা পরিষ্কার থাকে, তবেই এগিয়ে যান। যদি পথে অসুবিধা হয়, তাহলে একটি উপযুক্ত জায়গায় থামুন এবং অপেক্ষা করুন।"

Latest