Skip to content

মহারাষ্ট্রেও ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ র অনুসরণে মাসিক ভাতা মহিলাদের জন্য!

নিজস্ব সংবাদদাতা : বাংলায় ভোটপ্রচারে বিজেপি বার বার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র নিন্দায় সরব হলেও ভোট বৈতরণি পার হতে সেই ধাঁচের প্রকল্পেই ফের আস্থা রাখল তারা। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অনুসরণে মধ্যপ্রদেশে ‘লাডলি বহেনা’ প্রকল্প এনেছিল বিজেপি। এবছর মহারাষ্ট্রের নির্বাচন। তার আগেই ভোটমুখী রাজ্যে একই রকম আর একটি প্রকল্প নিয়ে এল বিজেপি, এনসিপির অজিত পওয়ার শিবির ও শিব সেনার একনাথ শিণ্ডে শিবিরের প্রশাসন। শুক্রবার রাজ্য বাজেট পেশ করেন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তখনই তিনি ‘মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা’র ঘোষণা করে জানালেন ২১ থেকে ৬০ বছরের মহিলাদের মাসে মাসে দেড় হাজার টাকা করে দেবে সরকার। সেই সঙ্গে আরও একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করলেন তিনি। মহিলা ভোটারদের কথা মাথায় রেখে বাংলা, মধ্যপ্রদেশের মতো এখানেও এমন এক প্রকল্প আনতে চলেছে সরকার।সেটি জুলাই থেকেই চালু হয়ে যাবে জানিয়ে দেওয়া হল। এই বাবদ মহারাষ্ট্রের বার্ষিক খরচ পড়বে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

Latest