Skip to content

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার!

1 min read

নিজস্ব সংবাদদাতা: বুধবার ২৮শে জানুয়ারী বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মাঝারি মাপের চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময়েই ভেঙে পড়ে বিমানটি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেটি ছিল লিয়ারজেট ৪৫ মডেল–এর ‘ভিটি–এসএসকে’ বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটিই বুধবার সকালে ভেঙে পড়ে বারামতীতে।জানা গিয়েছে, লিয়ারজেট ৪৫ মডেলের বিমান অতীতেও দুর্ঘটনার কবলে পড়েছিল। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ানের সময়ে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি লিয়ারজেট ৪৫ বিমান।

Maharashtra Dy CM Ajit Pawar, five others killed in plane cr

সেটিও অবতরণের সময়েই দুর্ঘটনার কবলে পড়েছিল। তদন্তের পর জানা গিয়েছিল বিশাখাপত্তনম থেকে উড়ান স্বাভাবিকই ছিল বিমানটির। যাত্রাপথেও কোনও সমস্যা হয়নি। বিপত্তি ঘটে অবতরণের সময়েই। মুম্বই বিমানবন্দরে তখন বৃষ্টি হচ্ছিল। দৃশ্যমানতাও কিছুটা কমে গিয়েছিল। বিমানটি ২৭ নম্বর রানওয়েতে অবতরণের অনুমতি পেয়েছিল।

May be an image of fire

ওই অবতরণের চেষ্টার সময়ই ভেঙে পড়েছিল বিমানটি। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দুই পাইলট এবং দুই যাত্রী। যাত্রীদের মধ্যে একজন ছিলেন বিমানকর্মী এবং অন্যজন অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিমানে থাকা সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

Latest