Skip to content

ভারতের কাছে ৩০০০ কোটির দেনায় ডুবে মলদ্বীপ!

নিজস্ব সংবাদদাতা : জানা গিয়েছে তাঁর ৪০০ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে ভারতের কাছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সেটা ৩০০০ কোটি টাকারও বেশি। গত নভেম্বর মাসে শপথ নেন মুইজ্জু। তারপরই তিনি জানিয়ে দেন, মলদ্বীপ থেকে সরিয়ে নিতে হবে ভারতীয় সেনাকে। ৮৮ জন সেনাই যাতে ফিরে যান, সেই নির্দেশ দেন তিনি। আগামী ১০ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় সেনাকে।প্রেসিডেন্ট হওয়ার পর বৃহস্পতিবার প্রথম স্থানীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মুইজ্জু। সেখানে তিনি দাবি করেন, মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ভারত প্রতিবেশী হিসেবে অত্যন্ত ঘনিষ্ঠ।বিভিন্ন ক্ষেত্রে ভারত মলদ্বীপে প্রচুর বিনিয়োগ করেছে। প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, পূর্ববর্তী সরকার যেভাবে ঋণ নিয়েছে তা মলদ্বীপের অর্থনীতির জন্য বহরে অনেক বেশি। এবার সেই টাকা মেটানোর জন্য ভারতের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন তিনি। ঋণে কিছুটা ছাড় পাওয়া যায় কি না, সেই আর্জিই তিনি জানাচ্ছেন ভারতের কাছে।

Latest