Skip to content

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দ্বিতীয় দফা ভোট রাজ্যে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার প্রচারে উপস্থিত হয়েছেন তিনি।নিয়োগ বাতিলের রায় প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন,টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি আইনটা একটু-আধটু জানি। আমি নিজেও একজন আইনজীবী। প্রশাসনের আধিকারিকরাও সুপ্রিম কোর্টে গিয়েছে, ছাত্রছাত্রীরাও গিয়েছে। তিনি আরও বলেন, "আমি বলেছি, কাজ করতে গিয়ে যদি কোনও ভুল হয়, সংশোধন করে দেব। সময় দাওয়া, কোনও অসুবিধা নেই। সবাই সব কাজ সঠিকভাবে সমানভাবে করতে পারে না। মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরানো হল কেন? তিনি বলেন, "সাংসদকে সরালেন কেন। দেখতে পারতেন তো মানুষ আবার তাঁকে গ্রহণ করছে কি না। তৃণমূল প্রার্থী জুন মালিয়া বিধায়ক হিসেবে অনেক কাজ করেছেন, সে কথাও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো।আর বিধায়ক হওয়ার পর থেকেই জুন নিজের এলাকায় একাধিক কাজ করে এলাকাবাসীর সুনাম কুড়িয়েছেন। সেই কারণেই তাঁর উপর ভরসা করে লোকসভা ভোট জিততে চায় শাসকদল।

Latest