নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের মোরেনা জেলায় বছর নয়ের বালিকাকে ধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে,সোমবার সন্ধ্যায় ছাগল চরাতে গিয়ে কিছুক্ষণ পর গ্রামের অদূরেই এক ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায় নির্যাতিতা বালিকাকে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ICU-তে আছে ওই নাবালিকা। অভিযোগ পাওয়ার পর পুলিশের পাঁচটি দল তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে। এমনকি মঙ্গলবার ভোরে পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক।পুলিশ সূত্রে খবর, বুধবার ওই যুবককে আদালতে তোলা হবে।