Skip to content

ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় জন্য কিছু এক্সপ্রেস বাতিল ও কিছু ট্রেনের পথবদল!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনার জেরে হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস বাতিলের খবর মিলেছে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দুটো ট্রেনই বাতিল করা হয়েছে। এ ছাড়াও বাতিল করা হয়েছে ইস্পাত এক্সপ্রেস, টাটানগর-ইটায়ারি এক্সপ্রেস, এলএলটি এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল, আপ-ডাউন টাটানগর-এর্নাকুলাম, সিএসএমটি মুম্বই-হাওড়া মেল। বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমদাবাদ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে কমপক্ষে ছ’-সাত ঘণ্টা দেরিতে ঢুকবে হাওড়ায়।

May be an image of train, railway and text

May be an image of train and text that says "REGULATION OF TRAINS DUE to DERAILMENT 12810 HOWRAH-MUMBAI MAIL 30.07.2024 Due to derallment of 12810 Howrah-CSMT Mumbal Mall near Barabamboo statlon Chakradharpur Division 30.07.2024, following will be regulated under: Cancellation Trains: Express cancelled cancelled remain BULLETIN-4 Express remain will remain cancelled Special remain Express remain cancelled Express cancelled Express Express 18114 Rourkela. remain cancelled journey Origination Trains will Express, journey commenced short terminated will short terminated Express, journey commencing on 30.07.2024 will be short Express, journey commencing Bilaspur Express, journey commencing 30.07.2024 will short Express, Journey commenced 31.07.2024 will regret the be short 29.07.2024 wlll South short termlnated passengers"

May be an image of train and text

Latest