Skip to content

৬ কোটি টাকার মাথা নত! কিষেনজির ভাই ভূপতির আত্মসমর্পণ, সঙ্গে আরও ৬০ জন!

মল্লোজুলা বেণুগোপাল রাও

নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে মাওবাদী আন্দোলনে বড় ধাক্কা। মাওবাদী নেতা কিষেনজির ভাই মল্লোজুলা বেণুগোপাল রাও, যিনি ভূপতি ওরফে সোনু দাদা নামে পরিচিত, অবশেষে সরকারের কাছে আত্মসমর্পণ করলেন। তাঁর সঙ্গে আত্মসমর্পণ করেছেন আরও ৬০ জন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে, যা নিরাপত্তা বাহিনীর কাছে এক বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভূপতির বয়স এখন ৬৯ বছর। বাণিজ্যে স্নাতক এই ব্যক্তি প্রায় চার দশক ধরে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মাওবাদী আন্দোলনের সঙ্গে। দেশের একাধিক রাজ্যে নাশকতা, হামলা এবং সংগঠন বিস্তারের দায়িত্বে ছিলেন তিনি। এত বছর ধরে আন্ডারগ্রাউন্ডে থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘোরাফেরা করলেও শেষ পর্যন্ত আর পারলেন না—হাল ধরলেন আত্মসমর্পণের পথেই। সূত্রের খবর, ভূপতির মাথার দাম ধার্য ছিল ৬ কোটি টাকা, যা দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কারের তালিকায় ছিল। তাঁর আত্মসমর্পণকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে এখন চাঞ্চল্য। উল্লেখযোগ্যভাবে, এর আগেই মাসখানেক আগে আত্মসমর্পণ করেছিলেন কিষেনজির স্ত্রী সুজাতা, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। ফলে স্বামী-স্ত্রীর পর এবার ভাইয়ের আত্মসমর্পণে এক প্রকার ‘বিপ্লবের পরিবারে সমাপ্তি’র ইঙ্গিত মিলছে বলে মত বিশেষজ্ঞদের। নিরাপত্তা দফতরের এক কর্তা জানিয়েছেন, “এটি শুধু একটা আত্মসমর্পণ নয়, এটি প্রতীক—যে দীর্ঘদিনের সহিংস আন্দোলন এখন নিজেই ক্লান্ত।”

Latest