পূর্ব মেদিনীপুর,নারায়ন চন্দ্র নায়ক : কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিকস্বার্থ বিরোধী ৪ টি শ্রম কোড বাতিল,শিক্ষা-স্বাস্থ্য সহ রেল-ব্যাংক-বীমা-বিদ্যুৎ-ইস্পাত শিল্পের বেসরকারীকরণ বন্ধ,স্মার্ট মিটার বাতিল সহ গ্রাহক ও কর্মী স্বার্থবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল'২২ প্রত্যাহার প্রভৃতি ১৬ দফা দাবীতে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং জাতীয় ফেডারেশন সমূহের ডাকে ৯ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে থার্মাল মোড়ে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মিছিল কর্মসূচি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি'র জেলা সম্পাদক মধুসূদন বেরা,মোটরভ্যান চালক ইউনিয়নের সভাপতি অমিত মান্না,সম্পাদক সঞ্জয় জানা প্রমূখ। মিছিল থেকে দেশের শ্রমিক-কৃষক সহ সর্বস্তরের মেহনতী মানুষের দাবীগুলির ভিত্তিতে আহুত ধর্মঘটকে সমর্থন করার আহ্বান জানানো হয়। এছাড়াও ময়নাতে ময়না থানা লোডিং আনলোডিং ইউনিয়নের পক্ষ থেকেও বন্ধের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র জেলা নেতা জ্ঞানানন্দ রায়।
৯ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মেচেদায় মিছিল!
