খড়গপুর অরিন্দম চক্রবর্তী : করোনা কালে দুস্থ মানুষদের ৫ টাকার বিনিময়ে দুপুরের খাওয়ানোর বন্দোবস্ত করেছিল খড়গপুরের ভাগ সুখরাজ সংস্থা। প্রথম প্রথম রেলওয়ে মেন হাসপাতালের সামনে খাবার বিলি করলেও এখন খড়্গপুর মিউনিসিপ্যালিটির ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্টের বড় শিব মন্দির পার্শস্থ্য জায়গায় প্রতিদিন সংস্থার প্রাণপুরুষ দীপক বেহেরার নেতৃত্বে দু:স্থ সহ অনেক মানুষদের খাওয়ার বিলি করতে দেখা যায়। এই সংস্থার চতুর্থ বর্ষপূর্তি ও ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় নিহত শহীদদের মোমবাতি প্রজ্জ্বল করে স্মরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কচিকাঁচারা দেশাত্মবোধক নাচ পরিবেশন করে। সম্মানিত করা হয় সমাজসেবা মূলক কাজে জড়ানো মানুষদের। সেই সঙ্গে রাতে ২০০০ মানুষকে নারায়ণ সেবা করানো হয় বলে জানান দীপক বেহেরা । চতুর্থ বর্ষের সহিত স্মরণ অনুষ্ঠানে এদের উপস্থিত ছিলেন টাউন থানার আইসি রাজীব পাল, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ পূজা, সমাজসেবী অভিমন্যু গুপ্তা। এছাড়া ছিলেন বিক্রম রাও, উদয় কুমার সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

