Skip to content

শালবনি সাতপাটি গ্রামীণ আনন্দ মেলা ও গণবিবাহ উৎসব!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্তর্গত সাতপাটি গ্রাম।সাধারণ মানুষের দারিদ্রতার কারণে তাদের মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক সময় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় পিতামাতাদের। তাই বলে কি মেয়ের বিয়ে দেবেন না তার পিতা মাতা। তাই জঙ্গলমহলের দরিদ্র পিতামাতার চোখের জল মুছিয়ে দিতে জঙ্গলমহলে গণবিবাহ উৎসবের আয়োজন করা হচ্ছে। সাতপাটি নেতাজি স্পোটিং ক্লাব ও আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি এর যৌথ উদ্যোগে সাতপাটি গ্রামীণ আনন্দমেলা ও গণবিবাহ উৎসব পালন হল ২৭শে ফেব্রুয়ারী মঙ্গলবার। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে এসেছিলেন বিদেশ থেকেমাদার টেরিজার স্নেহধন্য বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধান সভার বিধায়িকা জুন মালিয়া ,শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ,বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, আবীর আগরওয়াল, নির্মাল্য চক্রবর্তী প্রমুখ ব্যাক্তিত্ব। জানা যায় প্রায় তেরো জন নব বর ও বধূ এতে অংশ গ্রহণ করেন। উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে হাত ঘড়ি তার সাথে সাথে গোটা এলাকার মানুষদের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রীতিভোজের ব্যবস্থাও করা হয়।গণবিবাহ উপলক্ষে এদিন একরকম মেলার রূপ নিয়েছিলমেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্তর্গত সাতপাটি গ্রামে সংলগ্ন মাঠ। 

Latest