Skip to content

জঙ্গলমহলে গণবিবাহ উৎসবের আয়োজন করা হচ্ছে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সাধারণ মানুষের দারিদ্রতার কারণে তাদের মেয়ের বিয়ে দিতে গিয়ে অনেক সময় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় পিতামাতাদের। তাই বলে কি মেয়ের বিয়ে দেবেন না তার পিতা মাতা। তাই জঙ্গলমহলের দরিদ্র পিতামাতার চোখের জল মুছিয়ে দিতে জঙ্গলমহলে গণবিবাহ উৎসবের আয়োজন করা হচ্ছে আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। আগামী ২৭শে ফেব্রুয়ারী এই গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা সংগঠনের সদস্যদের কথায়, গত বছর ১১ জোড়া পাত্র পাত্রীর গণ-বিবাহ দেওয়া হয়েছিল, এই বছর ২১ জোড়া পাত্র পাত্রীর বিবাহের আসর বসতে চলেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্তর্গত সাতপাটি গ্রামে। সাতপাটি স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে গণবিবাহ উৎসব। থাকছে গায়ে হলুদ, মালাবদল, ভুড়িভোজ, ছাদনাতলা থেকে শুরু করে দান সামগ্রী সবই। আর এই উৎসবে উপস্থিত থাকবেন নেতা, মন্ত্রী, প্রশাসনিক অধিকারিকরা। তার সাথে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বিদেশ থেকে আসছেন মাদার টেরিজার স্নেহধন্য বিশিষ্ট সমাজসেবী এবং IIMC ডিরেক্টর ডাঃ সুজিত কুমার ব্রহ্মচারী। উদ্যোক্তাদের কথায়, "সম্মন্ধ করবেন আপনারা এবং বিবাহ দেবো আমরা" অর্থাৎ পিতা মাতারা তাদের কন্যার সম্মন্ধ ঠিক করে আসলেই তাঁদের বিবাহের ব্যবস্থা করে দেবে আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটি নাম এই স্বেচ্ছাসেবী সংগঠন।

Latest