Skip to content

খড়গপুরে মালঞ্চ স্বাধীন ক্লাবের উদ্যোগে গণবিবাহ উৎসব!

1 min read

খড়গপুর অরিন্দম চক্রবর্তী : ঝরে যাওয়া হলুদ পাতার বুকে বসন্তের আলো এবং দখিনা বাতাসের মরমি স্পর্শে উলুধ্বনি ও শঙ্খ ধ্বনির মাঝে গণবিবাহের আসর বসল খড়্গপুর শহরের মালঞ্চ স্বাধীন ক্লাব প্রাঙ্গনে। ফাগুনের প্রাক মুহূর্তে ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ তাং"যদিদং হৃদয়ং তব: তদিদং হৃদয়ং মম:" মন্ত্রে বাঁধা পড়ে চার জোড়া বিবাহযোগ্য যুবক-যুবতী। মূলত: গরিব বাবা মায়েরা মেয়ের বিয়ে দিতে যাতে না বিপদে পড়েন তাদের সাহায্যার্থে মালঞ্চ স্বাধীনক্লাবের সদস্যরা এই দায়িত্বভার তাদের কাঁধে তুলে নেন। এবছর চন্দ্র দোলই ও সাগরিকা দোলই,বরষ সরেন ও কবিতা হেমব্রম, সকল সরেন ও কল্পনা কিসকু, শংকরদেহরী ও মিতালি দেহরি গোপীবল্লভপুর থেকে এসে ক্লাব প্রাঙ্গনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্লাবের পক্ষ থেকে বিবাহ কার্য সম্পন্ন করেন শুভ পরিণয় বিবাহ প্রতিষ্ঠান প্রধান মহিলা পুরোহিত সোম দুতি চক্রবর্তী।

ওনাকে সহযোগিতা করেন প্রিয়াঙ্কা, সুজাতা ও অভিষেক। পুরোহিত হোতা হিসেবে কাজ করেন রবি শংকর মিত্র এবং গাইড হিসেবে ছিলেন প্রভাত বর্মন। বিবাহ বাসরে গৃহস্থালির টুকিটাকি ও খাট ,আলমারি সহ অনেক জিনিস নব দম্পত্তিদের দেয়া হয়েছে বলে জানান ক্লাব সম্পাদক সুদীপ সরকার ও সভাপতি জয়ন্ত ঘোষ। বিবাহ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, রুপেশ বোস, পাবি সেন, দেবাশীষ ঘোষ, চন্দ্রানী ত্রিপাঠী, সচ্চিদানন্দ মিত্র, কমল সিনহা ও রবি মিত্র। বিবাহ উপলক্ষে উৎসুক জনতাকে ক্লাবের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।

Latest