Skip to content

মদ্যপ অবস্থায় যানবাহন না চালানোর আবেদন রেখে দুর্গাপুর হাউসের সামনে এক বিশেষ কর্মসূচি পালন দুর্গাপুর পুলিশের।

1 min read

মদ্যপ অবস্থায় যানবাহন না চালানোর আবেদন রেখে দুর্গাপুর হাউসের সামনে এক বিশেষ কর্মসূচি পালন দুর্গাপুর পুলিশের। শীতকাল মানেই বাঙালির অত্যন্ত প্রিয় ঋতু তার অন্যতম কারণ পিকনিক বিশেষ করে বিভিন্ন স্থানে গিয়ে পিকনিক। তবে দুর্গাপুর পুলিশের তরফ থেকে জানানো হয় সময়ের সাথে সাথে এই পিকনিকের সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়ছে নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালানোর মাত্রা। এই বেআইনি ও দুর্ঘটনাপ্রবণ কার্য কলাপকে কমানো তথা বন্ধ করার উদ্দেশ্যেই এই গুরুত্বপূর্ন কর্মসূচি পালন। দুর্গাপুর পুলিশের ডিসি, সিপি ও এসিপি সাহেবের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হচ্ছে শহরজুড়ে, পরবর্তীতে বিভিন্ন স্কুলে গিয়ে ট্রাফিক আইন সংক্রান্ত কর্মসূচিও করা হবে বলে জানান ।

Latest