Skip to content

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশেদ আলি কাদেরি। তিনি জানান, চিকিৎসকের ঘাটতি রয়েছে। তা পূরণের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। শীতের জন্য রোগীদের কম্বল দেওয়া হচ্ছে। যেসব জানলার কাঁচ ভাঙা সেসব সারিয়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের যাতে কোনভাবে অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা যাতে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পায় তার জন্য তিনি চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন। জেলা সদর হওয়ায় প্রতিদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা কম রয়েছে।

Latest