Skip to content

মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস পালন

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : যথাযোগ্য মর্যাদার সঙ্গে বৃহস্পতিবার অবিভক্ত মেদিনীপুরের রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো।সঙ্গতবাজারে অবস্থিত
সংস্থার জেলা কেন্দ্রে আয়োজিত প্রতিষ্ঠা দিবসের ঘরোয়া অনুষ্ঠানে সংগঠনের
পতাকা উত্তোলন করেন সংস্থার সম্পাদক শিক্ষক সুশীল চ্যাটার্জী । উপস্থিত সকলে শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন l সংস্থার প্রয়াত সম্পাদক সুদীপ রায় ও প্রয়াত দুই সভাপতি প্রজগন্নাথ ঘোষ ও শ্যামলেন্দু মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁদের স্মৃতি চারণ করে নীরবতা পালন করা হয় । সংস্থার কাজকর্ম ও অতীত অবদান নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক সুশীল চ্যাটার্জি , সহ সম্পাদক অমিত কুমার সাহু , কোষাধ্যক্ষ টোটন করসিংহ প্রমুগl উপস্থিত ছিলেন সংস্থার সদস্য-সদস্যা ও এলাকার মানুষজন।অনুষ্ঠান শেষে সমবেত জাতীয় সংগীত গাওয়া হয় ও উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

Latest