Skip to content

মেদিনীপুর জজকোর্টের বিচারকের সামনে পোস্টার হাতে নিয়ে বিচারের আশায় বসলেন এক বিচার প্রার্থী নারী!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার আদালত মেদিনীপুর জজকোর্টের বিচারকের সামনে পোস্টার হাতে নিয়ে বিচারের আশায় বসলেন বিচার প্রার্থী এক নারী। গড়বেতার কেয়া মাইতি, মা দিপালী খামরুই গত সেপ্টেম্বর মাসে জোরায়ুর অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে আর তারপরে সেখানেই তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল যে চিকিৎসক, দিপালী খমরুইয়ের চিকিৎসা করছিলেন সেই ডাঃ কাঞ্চন ধাড়ার বিরুদ্ধে । আর তারপরেই একটি লিখিত অভিযোগের মাধ্যমে কেস যায় কোর্টে। গত তিন মাস পরেই বুধবার মেদিনীপুর জর্জকোর্ট থেকে জামিন পেয়েছেন ডাঃ কাঞ্চন ধাড়া। আর কাঞ্চন ধাড়ার জামিন পাওয়ার পরেই সঠিক বিচারের দাবিতে বিচারকের এজলাসের সামনে পোস্টার হাতে নিয়ে অবস্থানে বসলেন মৃতার মেয়ে ও স্বামী। কেয়া মাইতির অভিযোগ ভুল চিকিৎসার কারণে মারা গেছেন তার মা, আর তারপর যে পুলিশ অফিসার এই কেসের I.O ছিলেন সে পুরোটাই ম্যানেজ হয়ে যায় টাকা পয়সার মাধ্যমে । অভিযোগকারিনিকেও টাকার অফার দেওয়া হয়, পাশাপাশি ভয় দেখানো হচ্ছে অভিযোগকারীনিকে। অভিযোগ করেছেন অভিযোগকারীনি কেয়া মাইতি। কেয়া মাইতির আইনজীবী অপূর্ব চক্রবর্তী জানান, এই কেস পুরোটাই ম্যানেজ হয়ে যাচ্ছে টাকা পয়সার মাধ্যমে । পাশাপাশি তার অভিযোগ এই ডাক্তারের বিরুদ্ধে এরকম বহু কেস রয়েছে মেদিনীপুর জর্জ কোর্টে । যা বিচারাধীন । বিচার প্রার্থী যাতে সঠিক বিচার পায় তার জন্য যতদূর যাওয়ার তারা যাবেন বলেও জানিয়েছেন অভিযোগকারিনির আইনজীবী অপূর্ব চক্রবর্তী।অন্যদিকে সরকারি আইনজীবি সৈয়দ নাজিম হাবিব বলেন, চিকিৎসক আইন অনুযায়ী জামিন নিয়েছেন। মামলাটি আদালতে বিচারাধীন। ইতিমধ্যেই তদন্তকারী পুলিশ অফিসারকে CD চেয়ে পাঠানো হয়েছে, সেখানে এ্যাডভার্স কিছু রিপোর্ট থাকলে জামিন খারিজ হবে। তবে সুবিচারের আশায় আদালতে বসতেই পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার।অভিযুক্ত চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়াকে ফোন করা হলে তিনি জানান, বিচার সবে শুরু হয়েছে, তার আগেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে চাপ সৃষ্টি করার জন্য এইসব করছেন তারা।

Latest