Skip to content

মেদিনীপুর কোতোয়ালী থানায় বিক্ষোভ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মমতা ব্যানার্জী ও জ্যোতিপ্রিয় মল্লিকের সাজে সজ্জিত আটক করার অভিযোগে মেদিনীপুর কোতোয়ালী থানায় বিক্ষোভ বিজেপির।একদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি, অন্যদিকে শনিবার সকাল থেকে রাজ্যে জুড়ে ইডির তল্লাশি অভিযানের মধ্যেই জেলা শহর মেদিনীপুরে বিজেপির অভিনব প্রতিবাদ-মিছিল ঘিরে চাঞ্চল্য! প্রতীকী এই প্রতিবাদ মিছিলে খোদ সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে এক বিজেপি কর্মীকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাজিয়ে, তাঁর কোমরে দড়ি পরিয়ে, তাঁকে চাবুক মারতে মারতে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয় মিছিলে হাটানো হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে সজ্জিত এক মহিলা বিজেপি কর্মীকেও। পাশে ছিলেন গ্রেফতার হওয়া বীরভূমের 'বেতাজ বাদশা' অনুব্রত মণ্ডলের সাজে সজ্জিত এক বিজেপি কর্মীও। আর, এই মিছিলের ঘন্টাখানেকের মধ্যেই দুই বিজেপি কর্মীকে আটক করার অভিযোগ উঠল মেদিনীপুর কোতোয়ালি থানার বিরুদ্ধে। তৃণমূল নেত্রী সেজে মিছিলে হাটা মহিলা বিজেপি কর্মী গীতিকা দাস এবং জ্যোতিপ্রিয় মল্লিক সাজা বিজেপি কর্মী বুদ্ধদেব পলমলকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসার অভিযোগ করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। তারপরই কোতোয়ালি থানায় রীতিমতো উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত রাজ্য সহ সভাপতি শমিত দাস সহ একঝাঁক শীর্ষ নেতা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারাও পৌঁছেছেন নেতারা কোতোয়ালি থানায়। তবে দু’জনকে থানায় নিয়ে যাওয়ার পরেই বিজেপি নেতৃত্ব ভিড় জমান কোতোয়ালি থানা চত্বরে। সেখানেও চলে বিক্ষোভ।

Latest