Skip to content

মেদিনীপুর কলেজ ও কলিজিয়েট মাঠে ‘ফসিল্‌স মহাঝড়’ -এর মঞ্চে বিশেষ চমক!

1 min read
"আবেগের অন্য নাম ফসিল্‌স"

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : আবেগের অন্য নাম ফসিল্‌স। গত মঙ্গলবার সন্ধ্যায় ফসিল্‌স ঝড়ের সেই আবেগেই ভাসল মেদিনীপুর শহরে । আবাহনী সঙ্গীতে মাতিয়ে দিলেন রূপম ইসলাম ও সোমলতা আচার্য্য চৌধুরী।ঝড় তুললেন রূপম ইসলাম। তাঁর সঙ্গে মাতোয়ারা হলেন বাংলা রকের ভক্তরা।মেদিনীপুর পৌরসভা ও কোতয়ালি থানার উদ্যোগে কলেজ ও কলিজিয়েট মাঠে শারদ সম্মান, পুজো কার্নিভাল ও মহরমের শোভাযাত্রার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। সার্বিকভাবে পুজোয় সৃজনী সোসিওকালচারাল অ্যাসোসিয়েশনের পুজো প্রথম স্থান অধিকার করলো।অনুষ্ঠানের সূচনা পর্বে ছিল বাংলা সোমলতা আচার্য্য চৌধুরী সঙ্গীতশিল্পী । তার পরে শুরু হয় একটানা তিন ঘণ্টার মূল অনুষ্ঠান।অগণিত শ্রোতার উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজ ও কলিজিয়েট মাঠে উপচে পড়েছিল ভিড়।‘ফসিল্‌স’ -এর অনুষ্ঠান থেকে এ দিন গানের মাধ্যমে রূপম বার্তা দেন। শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, “বাঁচার জন্য যুদ্ধ করবে। বাঁচার কথা বলবে, ভালোবাসার জন্য লড়বে। ঘৃণা নয়, প্রতিশোধ নয়। যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে ভণ্ড নেতাদের বিরুদ্ধে নিতে হবে।’’ অনুষ্ঠানের সমাপ্তি পর্বে দর্শকদের অনুরোধে তিনি আরও পরিচিত ও জনপ্রিয় কিছু গান গেয়েছেন। ফসিল্‌স-এর জনপ্রিয় গান 'অ্যাসিড' ও রক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ‘ফসিল্‌স মহাঝড়’ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Latest