পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুধু সাংবাদিকদের খবর করা কাজ নয়, সারা বছর বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে সচেষ্টা থাকে মেদিনীপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। এক ফোঁটা রক্ত পেতে ছুটতে হচ্ছে রোগীর পরিবারকে এই ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে। আর এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে একটি ছোট্ট ক্ষুদ্র রক্তদান শিবিরের আয়োজন করা হল শনিবার পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। মেদিনীপুর শহরের বার্জটাউনের স্বরবর্ণ ভবনে প্রেসক্লাব আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন ৩৫ জন সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যরা। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর সরঙ্গী, হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত, সহ প্রেসক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। ক্লাবের সম্পাদক সমীর মন্ডল বলেন সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখেই প্রেসক্লাবের এই উদ্যোগ। ২০১৩ সালে গঠিত হয়েছিল এই প্রেসক্লাব। চলতি বছর মিলে মোট আমরা ৪ বার রক্তদান শিবির করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব।জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাব বরাবরই বিভিন্ন আপদে-বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া করমন্ডল দুর্ঘটনাতে ও মানুষের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এই পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের সদস্যরা। রক্তদান শিবিরের মাধ্যমে নিজেদের কে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব।