পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর মাত্র হাতে কয়েকদিন তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে মেদিনীপুর শহরে পুজোর দিনে মেদিনীপুর শহরে টোটো চলাচলে উপর বিশেষ নির্দেশিকা জারি করছে প্রশাসন। শহরে যানজট এড়াতে এই সিদ্ধান্ত বলে জানান মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান । ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মেদিনীপুর শহরে চলবে না একটিও টোটো। মেদিনীপুর শহরে টোটো চলাচল নিয়ে একটি বিশেষ বৈঠক করে প্রশাসন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মেদিনীপুর শহরে চলবে না কোন টোটো সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নজরদারি থাকবে পুলিশের। মেদিনীপুর শহরে এই নিয়ে মাইকিং করে প্রচার করবে মেদিনীপুর পৌরসভা। আগামী বুধবার থেকে পঞ্চমী পর্যন্ত মেদিনীপুর শহরে চলবে কেবল মাত্র বৈধ টোটো। অঞ্চল থেকে কোন টোটো ঢুকতে দেওয়া হবে না মেদিনীপুর শহরে। পুজোর দিনগুলোতে শহরে ভিড় কমাতে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করতে প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খাঁন।