পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বুধবার দুপুর ১২ নাগাদ মেদিনীপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সংলগ্ন সুভাষ নগর এলাকায় হঠাৎ করে একটি বাড়িতে আগুন লেগে যায়। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পান। আর তখনই তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে সেখানে দ্রুত আসে দমকল। কিন্তু দমকল বাহিনীর তৎপরতায় তেমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি ওই বাড়ির মালিককে । দ্রুততার সঙ্গে দমকল বাহিনী কাজে লেগে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মূলত শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে বলে জানায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।ওয়ার্ডের কাউন্সিলার সীমা ভকত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন এমনকি প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন।