Skip to content

মেদিনীপুর শহরের শশী মোহন মিত্র বাড়িতে দক্ষিণা কালী পুজো এবার ৬৮ বর্ষ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের কর্নেলগোলা বাবুর্চি পাড়ায় শশী মোহন মিত্র বাড়িতে দক্ষিণা কালী পুজো এবার ৬৮ বর্ষ পদার্পণ করে। মিত্র পরিবারের সদস্য জানা যায় এই পুজোর সূচনা হয় কিভাবে? স্বপন মিত্র জানান বাংলাদেশ থেকে শশী মোহন মিত্র মেদিনীপুর শহরে কর্নেলগোলা বাবুর্চি পাড়ায় এসে বসবাস করেন। এখানে স্থানীয়ভাবে বসবাস করার পরে থেকেই বাড়ির মন্দিরে কালীপুজোর দেওয়া হত। ১৯৫৫ সালের শশী মোহন মিত্র এই কালীপুজো শুভ সূচনা করেন, বাড়ির কালী ঠাকুর দক্ষিণা কালীর রূপে পূজিত হয়। এই কালীপুজো জাঁকজমকের সঙ্গে পুজো করা হত সঙ্গে বলি দেওয়া হত। শশী মোহন মিত্র মৃত্যুর পরে এই কালী পুজোতে বলি দেওয়া প্রথা থাকলেও এখন আর বলি দেওয়া হয়নি। এই দক্ষিণা কালী মায়ের কাছে কোন বিপদে ও কোন কিছু ইচ্ছা পূরণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করে চাইলে সম্পূর্ণভাবে পেয়ে থাকে দক্ষিণা কালী মায়ের কাছ থেকে। মিত্র পরিবারের দক্ষিণা কালী ঠাকুরের মূল ঐতিহ্য এই পুজো। শশী মোহন মিত্র বংশধররা এই পুজোকে ঐতিহ্য বজায় রেখে পূজো করে আসছেন। এই কালীপুজো বাড়ির লোকজন এর সাথে আত্মীয়-স্বজন একত্রিত ভাবে মিলিত হয়ে এই এই পুজোর কটা দিন আনন্দে মেতে ওঠে মিত্র পরিবার।

LikeCommentShare

Latest