Skip to content

মেদিনীপুর সিটি কলেজ আয়োজিত রক্তদান শিবিরের আয়োজন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। উৎসবকালীন রক্তসংকট কাটাতে এবং বিশ্ববরেণ্য বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন উপলক্ষ্য আয়োজিত এই রক্তদান শিবিরে কলেজের ১৬ টি বিভাগে ৬৩ জন ছাত্রী এবং ১৯৪ জন ছাত্র নিয়ে মোট ২৫৭ জন রক্তদাতা রক্তদান করেন। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শংকর ষড়ঙ্গী, শালবনি ব্লক উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ, মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী, সহ- অধ্যক্ষ কুন্তল ঘোষ,ব্লাডডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, বিশিষ্ট শিক্ষক ও রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ।

Latest