পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর কলেজে সোমবার সকালে ছাত্র ধর্মঘটের জন্য ই এসএফআই এবং টিএমসিপি -এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘটের মধ্যে শুরু হয় তীব্র অশান্তি। এসএফআই অভিযোগ করে, পুলিশি সহায়তায় টিএমসিপি সমর্থকরা তাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে, যার পরবর্তী সময়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়। সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর কলেজ চত্বর।এই ঘটনায় শুধুমাত্র মেদিনীপুর কলেজ নয়, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনাও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে, বাম ছাত্ররা ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের প্রতিবাদ স্লোগান এবং ব্যানারের মাধ্যমে তীব্র হয়। পালটা প্রতিবাদ জানায় টিএমসিপি।
