নিজস্ব সংবাদাতা : মস্তিস্কে রক্তক্ষরণের জেরেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের হোটেল ওয়ান্ডার ইন এক ব্যবসায়ীর মৃত্যু হল কলকাতায়। ওই ব্যবসায়ীর নাম শেখ নজরুল ইসলাম (৪৯)। তিনি খড়গপুরের হোটেল ওয়ান্ডার ইন মালিক ও মেদিনীপুর শহরের সিপাইবাজারের বাসিন্দা। মঙ্গলবার সকালে বড়তলা থানার পুলিস ১০ নম্বর গৌরীশঙ্কর লেনের বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ওই ব্যবসায়ীকে। তড়িঘড়ি তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে কলকাতার আর কি কর হাস্পাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ১০ নম্বর গৌরিশঙ্কর লেনের একটি বাড়িতে সোমবারেই এসেছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তদক্ত জানা গেছে, ওই হোটেল ব্যবসারীর খড়গপুরের একাধিক হোটেল রয়েছে। তিনি ব্যবসার কাজে প্রায় আসতেন কলকাতায়। এই ঘটনা মৃতের ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই মৃত্যু ঘটেছে শেখ নজরুল ইসলামের। তাঁর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃত শেখ নজরুল ইসলামের দেহ তাঁর ভাই শেখ মিরাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া এসেছে পরিবারে।