Skip to content

৩০ বছর বয়সী এক যুবক মলদ্বারের ভেতর একটি কাঁচের বোতলে ন্যায় বস্তু আটকে গিয়েছিল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : গত ১৯ মার্চ ৩০ বছর বয়সী এক যুবক হাজির হন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তিনি একটি এক্সরে রিপোর্ট নিয়ে আসেন। সেখানে দেখা যায়, তার মলদ্বারের ভেতরে বোতলের আকৃতির ন্যায় কিছু একটা আটকে রয়েছে। নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে ফের এক্স-রে করার ব্যবস্থা করা হয় ওই যুবকের।যুবকের মলদ্বারে ঢুকে গিয়েছিল কাঁচের বোতল। চরম পেটে ব্যথা অনুভব করছিলেন ওই যুবক। সঙ্গে মলত্যাগের সমস্যা হচ্ছিল। বাধ্য হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শরণাপন্ন হন সেই যুবক। অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সহায়তায় প্রাণে বাঁচলেন সেই যুবক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এরকম পদ্ধতিতে ওই বস্তুটিকে বের করার ক্ষেত্রে সফল হন চিকিৎসকরা। ওই রোগীর কোনও গুরুতর অভ্যন্তরীণ আঘাত হয়নি। ডঃ সুমিতাভা পাচাল, ডঃ রাফি মোয়াজ্জাম, ডঃ সৌরভ কাঞ্জি এবং ডঃ আফতাব আলমের সমন্বয়ে গঠিত সার্জিক্যাল টিম এই সফল অস্ত্রোপচার করেন। রোগীর মলদ্বার সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছে বলেও জানা গিয়েছে।

Latest