Skip to content

সাসপেনশন তোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন (নিলম্বিত) সাসপেন্ড হওয়া মেডিক্যাল কলেজের সাত জুনিয়র ডাক্তার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলি : মানবিক মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকল মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ড হওয়া ৭ জুনিয়ার ডাক্তার। তাই অবস্থানের তৃতীয় দিনেই আন্দোলন থেকে সরে দাঁড়ালো মেদিনীপুর মেডিক্যালের জুনিয়ার ডাক্তাররা। মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ জুনিয়ার ডাক্তাররা জানান, মুখ্যমন্ত্রীর কাছে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলাম। সেই আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে বলে দাবি জুনিয়ার ডাক্তারদের। তাই মানবিক মুখ্যমন্ত্রীর পূর্ণবিবেচনা করার জন্য চিঠি দিয়েছি। দয়াময়ী মুখ্যমন্ত্রীর দিকে আশা রাখছি। স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন প্রিন্সিপাল। রোগী পরিষেবা বিঘ্নিত না হয়, তাই আগামীকাল বুধবার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।মেদিনীপুর মেডিক্যালে নিম্নমানের স্যালাইন ব্যবহার, প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার পরই স্বাস্থ্য দফতর পদক্ষেপ করে। তদন্ত কমিটি গঠন করে তদন্তভার দেয়। এমনকি, রাজ্য সরকার ওই ঘটনায় সিআইডি তদন্তেরও নির্দেশ দেয়। তার পরই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে সাত জন জুনিয়র ডাক্তার।  রাজ্যের মুখ্যমন্ত্রীকে করজোড়ে  আবেদন সাসপেনশন প্রত্যাহার করুন, আমাদের স্বাভাবিক ভাবে কাজ করতে পারি। সেই দিকে তাকিয়েই আগামীকাল বুধবার সকাল থেকেই স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে।

Latest