পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : হাতেগোনা ঠিক সাত দিন বাদে অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। তার আগে আজই মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধী-ঘাটে উদ্বোধন হতে চলেছে নবনির্মিত রাম মন্দিরের। মকর সংক্রান্তির দুপুরে উদ্বোধন হল রাম মন্দির। ইতিমধ্যে পূজাপাঠ শুরু হয়ে গিয়েছে। বেনারসের দশজন পুরোহিতের মহাযজ্ঞের মধ্যে দিয়ে উদ্বোধন হয় মন্দিরের। রাম সীতা হনুমানজির মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধন ও পূণ্য মকর স্নানকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাটে। সন্ধ্যায় গান্ধী ঘাটেই আয়োজন করা হবে গঙ্গারতির। গোটা ব্যবস্থাপনা কি ঘিরে করা পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গান্ধীঘাট চত্বর।অযোধ্যার আগেই মেদিনীপুরে রাম মন্দির উদ্বোধন নিয়ে শুরু রাজনৈতিক তরজা। সোমবার মকর সংক্রান্তিকে সামনে রেখে মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর তীরে রামসীতা মন্দিরের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। এনিয়ে তৃণমূল ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে বলে কটাক্ষ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। সোমবার খড়্গপুরে দিলীপ ঘোষ বলেন, অযোধ্যার রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণে এখানকার নেতা মন্ত্রীরা যেতে চান না, আর এখানে রামমন্দির উদ্বোধন করছেন। এরকম ডবল স্ট্যান্ডার্ড কেন ? মেদিনীপুরে হিন্দু ভোটের জন্য রাম মন্দির তৈরী করছেন, আর পশ্চিমবঙ্গে মুসলীম ভোটের জন্য অযোধ্যা যেতে চাইছেন না।যদিও এবিষয়ে বিধায়িকা জুন মালিয়া বলেন, রাম তো একা দিলীপ দার নয়, রাম সবার। আসলে ঐ মন্দিরটি আগে ছিল, আমরুট প্রকল্পের কাজের জন্য মন্দিরটি ভেঙ্গে ফেলা হয়েছিল, তাই গান্ধী ঘাটের অন্য একটি স্থানে সেই মন্দিরটি পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে। হয়তো দিলীপ দা অবগত নয়। হতে পারে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের সময় অর্থাৎ একই মাসে হচ্ছে, কিন্তু আজ যেহেতু একটি শুভদিন, তাই আজই উদ্বোধন করা হয়েছে মন্দিরটি।