পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার ২২শে মে মেদিনীপুর পৌরসভার কনফারেন্স হলে ২০২৫ সালের দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। বৃহস্পতিবার এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বাদশ শ্রেণী উল্লেখ যোগ্য ফলাফল অধিকারীদের সংবর্ধিত করা হয়।

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, এদিন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত স্কুলের উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান সাফল্য করেছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও মেদিনীপুর পৌরসভার উদ্যোগে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ ২০২৫ এ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় প্রায় ৭২ জন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে, তারই সঙ্গে রাজ্যের যারা স্থান অধিকার করেছে,উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান দখল করে নিল মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র বীরেশ ঘোষ,। নবম স্থানে সৌম্যসুন্দর বেরা,ও দশম স্থানে সাগ্নিক পাত্র,মেদিনীপুর কলেজিয়েট স্কুল। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক শ্রীমতি মধুমিতা মুখার্জী, পৌর প্রধান সৌমেন খান,বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সাথী বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর কলিজিট স্কুলের প্রধান শিক্ষিকা সহ পৌরসভার কাউন্সিলার।
