Skip to content

মেদিনীপুর পৌরসভা নিজস্ব J C B কিনে মেদিনীপুর শহরবাসীকে উপহার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এই প্রথম মেদিনীপুর পৌরসভা নিজস্ব J C B কিনে মেদিনীপুর শহরবাসীকে উপহার দিল।মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান জানান রামনবমীর পূণ্যলগ্নে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে দুটি JCB এবং একটি ফগল্যান্ড মেসিন এছাড়াও প্রতিটি ওয়ার্ডের আবর্জনা তুলার ২৫ টি গাড়ির উদ্বোধন করা হলো এদিন। পৌর প্রধান আরও বলেন পৌরসভা বড় বড় মহানালা এবং ছোট মালা গুলো পরিষ্কার করতে মেদিনীপুর পৌরসভা কে বছরে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়। এই কাজ করার জন্য তাদেরকে ভাড়া করা জেসিবি মেশিন। তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতায় মেদিনীপুর পৌরসভার নিজস্ব দুটো জেসিবি মেশিন ও একটি ফগল্যান্ড মেশিন নেওয়া হলো।

Latest