Skip to content

১৫২-তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুর জেলার তথা শহরের অন্যতম ঐতিহ্যবাহী কলেজমেদিনীপুর (স্বশাসিত)!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার তথা শহরের অন্যতম ঐতিহ্যবাহী কলেজ আজ ১৫২ তম বর্ষে পদার্পণ করল। সেই অনুষ্ঠানের সূচনা হল প্রভাত ফেরীর মাধ্যমে। কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষ মহাশয়ের হাত ধরে। তার সাথে পা এ পা মেলালেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা , শিক্ষাকর্মী থেকে শুরু করে কলেজের ছাত্র-ছাত্রীরা।

Latest