Skip to content

দুষ্কৃতীদের ফেলে যাওয়া মোটর বাইকের কাগজ ধরে উদ্ধার খুনী!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : কিছু দিন আগে পশ্চিম মেদিনীপুর ডেবরায় খুন হয় সস্ত্রীক গ্রামীণ চিকিৎসক। দুষ্কৃতীদের ফেলে যাওয়া মোটর বাইক। মোটর বাইকের কাগজ সূত্র ধরে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ।দু’জনের নাম ঝাড়েশ্বর সাউ এবং গৌতম মাহাতো। ঝাড়েশ্বরের বাড়ি কেশপুর থানার বিশ্বনাথপুর এলাকায়। আর গৌতমের বাড়ি বর্ধমান জেলায়। বর্তমানে গৌতম খড়্গপুর এলাকায় থাকেন। চিকিৎসক ও অভিযুক্তদের মধ্যে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত কোনও ব্যাপার নিয়ে গন্ডগোল চলছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

Latest