নিজস্ব সংবাদদাতা : রক্তদান হল সংহতির কাজ। স্বেচ্ছায় রক্তদান জীবন বাঁচাতে এবং সম্প্রদায়ের মধ্যে সংহতি বাড়াতে যে ভূমিকা পালন করে তার প্রতি দৃষ্টি আকর্ষণ। রবিবার মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও আস্তাড়া স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের সহযোগিতায় পূর্ব মেদিনীপুরের তমলুক নিকটবর্তী আস্তাড়ায় এক বৃহৎ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন গায়ক সিদ্ধার্থ শঙ্কর রায় "সিধু" , দাদাগিরির চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্ডা। সকল রক্তদাতাকে সবুজ পরিবেশ গড়ে তুলতে একটি করে চারাগাছ উপহার হিসেবে প্রদান করা হয়। মোট রক্তদাতার সংখ্যা ২১৭ জন। সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানিয়েছেন আস্তাড়া স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের সভাপতি ড. মৌসম মজুমদার এবং কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী ও সম্পাদক সুজন বেরা।