পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গত কয়েকদিন ধরে বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসি ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের পাশাপাশি ডেবরা এলাকা। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আবার বহু মানুষ না খেতে পেয়ে দিন কাটাচ্ছে এলাকায়। যদিও এখন পর্যন্ত জল সেভাবে পুরোপুরি নেমে যায়নি ,তবে পরিস্থিতির স্বাভাবিকের পথে।অন্যদিকে বাড়ি ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার গুলো। এবার এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর রিয়েল এস্টেট ডেভলপার অ্যাসোসিয়েশন।এদিন তারা গাড়িতে করে মুড়ি,চিড়া বিস্কুট,চানাচুর পাউরুটি সহ দুধের প্যাকেট এবং শুকনো খাবারের প্যাকেট করে হাজির সংশ্লিষ্ট এলাকায়। এরপর ডেবরার চককৃপাণ এলাকায় গিয়ে রীতিমতো তালিকা তৈরি করে একে একে সবার হাতে ত্রাণ তুলে দেন দু গাড়িতে প্রায় ২০০০ প্যাকেট ত্রাণ পৌঁছে দেন এই এসোসিয়েশনের সদস্যরা। এই দুঃসময়ে শুকনো খাবারের প্যাকেট পেয়ে খুশি এলাকার মানুষ। তাদের অভিযোগ এই অসহায় পরিস্থিতিতে সরকারিভাবে কোন সাহায্য মেলেনি।যেটুকু মিলেছে এই সংগঠন থেকে। এই ত্রাণ অনেকটাই সাহায্য করবে দুমুঠো খেয়ে বেঁচে থাকার জন্য। এই দিনের এই ত্রাণ বিলিতে হাত লাগান শান্তনু চক্রবর্তী,সুদীপ্ত বোস,অঙ্কুর লোধা,আনোয়ার হোসেন,বিজয় দাস,অনুপ সিং,ইমরান খান সহ অন্যান্যরা।