নিজস্ব সংবাদদাতা : ঘাটাল মহকুমার গুরুত্বপূর্ণ শিলাবতী নদীর উপর সাহেবঘাটে অবিলম্বে কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবীতে সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির উদ্যোগে আজ কালিচক-বাড়গোবিন্দ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে এলাকার ভুক্তভোগী মানুষের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। সভায় মুল বক্তব্য রাখেন,কমিটির উপদেষ্টা তথা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও বক্তব্য রাখেন সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝাড়েশ্বর মাজী,বাদল সামন্ত,বিষ্ণুপদ সামন্ত, কার্তিক বেরা প্রমূখ।

নারায়নবাবু তার বক্তব্যে ,অতি সত্বর সাহেবঘাটে কংক্রীট ব্রীজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ব্যাপারে আন্দোলনকে শক্তিশালী করার উপর জোর দেন। পাশাপাশি আগামী নভেম্বর মাস থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারে হাত দিয়ে আগামী বর্ষার পূর্বে শেষ করার দাবীতে ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে ৩১ অক্টোবর বান ভাসিদের যে কনভেনশন আহ্বান করা হয়েছে,সেই কনভেনশনেও সবাইকে যোগদান করার আহ্বান জানান। ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা তার বক্তব্যে আর কালবিলম্ব না করে অগ্রাধিকারের ভিত্তিতে জনসাধারণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ব্রীজ নির্মাণের কাজ শুরুর দাবি জানান।
প্রসঙ্গত উল্লেখ্য,ওই স্থানের ঐ ব্রীজ নির্মাণের জন্য সেচ দপ্তর ২০১৩ সালে মাটি পরীক্ষা করে ডি পি আর তৈরি করেছিল। কোন এক অজ্ঞাত কারণে তারপর আর কোনও কাজ এগোয়নি। এরপর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০২০ সালে আবার ব্রীজ সংলগ্ন স্থান পরিদর্শন/মাটি পরীক্ষার পর আবার একটি স্কীম তৈরী করে। সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য সরকারিভাবে গঠিত মনিটরিং কমিটি কেন্দ্রীয় নকশা বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে গত ১৮ অক্টোবর ব্রীজ নির্মাণের জন্য ওই স্থান ফের পরিদর্শন করে গিয়েছে। স্থানীয় বাসিন্দা প্রশান্ত মাজী,সমীর পাখিরা,শ্রীকান্ত বেরাদের প্রশ্ন,পূর্বের মত মাটি পরীক্ষার পর আবার কোনও অজ্ঞাত কারণে আটকাবেনা তো?
