নিজস্ব সংবাদদাতা: ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন।"মিডফিল্ড জেনারেল"মেহতাব হোসেন ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে'। ২০০৭ থেকে ২০১৭, টানা এই দশ বছর তিনি লাল-হলুদ জার্সিতে খেলেছেন। যদিও ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি বছর তিনেক (২০০৩-২০০৬) মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন।মেহতাব হোসেন বলছেন, ''দেশি কোচরা কোনও অংশে কম যান না, এবার মনে হয় তা বলার সময় এসে গিয়েছে। খালিদ জামিল দৃষ্টান্ত তৈরি করে গেলেন। লক্ষ লক্ষ টাকা দ্বিতীয় শ্রেণির বিদেশি কোচদের পিছনে অপচয় করা বন্ধ হোক এবার। তার বদলে জাতীয় দলের হয়ে ঘাম ঝরিয়েছেন যাঁরা, তাঁদের সুযোগ দেওয়া হোক। যাঁরা প্যাশন দিয়ে খেলেছেন এবং এখন কোচিং করাচ্ছেন তাঁদের কথা ভাবা হোক। ভবিষ্যতের জন্য তাঁদের তৈরি করা হোক। কোনও অংশে দেশি কোচরা কম যান না।''