Skip to content

হাইকোর্টের নির্দেশে গঠিত সিটের সদস্যরা বৈঠক করলেন AIDSO সদস্যদের সাথে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : উল্লেখ্য গত ৩ রা মার্চ AIDSO ও এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজের গেটে যখন পিকেটিং করছিল সদস্যরা ঠিক তখনই পুলিশ তাদেরকে মারধর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । অত্যাচার করেছিল বলেই অভিযোগ দুই সংগঠনেরই সদস্যদের।ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠনের সদস্যরা ।

হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিট । আর সেই ঘটনার তদন্তেই মেদিনীপুরে আসলো সিটের সদস্যরা । মেদিনীপুরে AIDSO এর সদস্যদের সাথে কথা বলল সীটের ৫ সদস্যের একটি টিম ।

Latest