নিজস্ব সংবাদদাতা : বিশ্বক্রীড়ার মঞ্চে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা বরাবরই আলোচনার কেন্দ্রে। বিশেষত অ্যাথলেটিক্সে নীরজ চোপড়া ও আরশাদ নাদিমের লড়াই ঘিরে প্রত্যাশা থাকে আকাশছোঁয়া। কিন্তু সেই প্রত্যাশা ভেঙে গেল টোকিও ২৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপে।ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া শেষ আটে থেমে গেলেন। অন্যদিকে পাকিস্তানের জ্যাভেলিন সেনসেশন আরশাদ নাদিম ১০ নম্বরে শেষ করলেন। ফলে দুই দেশের ক্রীড়াপ্রেমীদের মন ভেঙে গেল একসঙ্গে। নীরজ যদিও শুরুটা করেছিলেন আত্মবিশ্বাসে ভরপুর ছোঁড় দিয়ে, কিন্তু শেষ রাউন্ডে প্রত্যাশিত দূরত্বে পৌঁছতে পারেননি। অন্যদিকে আরশাদ নাদিম পুরো টুর্নামেন্টেই ছন্দ খুঁজে পাননি। শেষ পর্যন্ত জ্যাভেলিন ইভেন্টে পদক তালিকায় ভারত ও পাকিস্তানের নাম লেখা রইল না। বিশ্লেষকদের মতে, নীরজের চোট-পরবর্তী ফিটনেস এবং চাপ সামলানোর সমস্যা স্পষ্ট হয়েছিল প্রতিযোগিতার মাঝেই। পাকিস্তানি শিবিরও মেনে নিচ্ছে, নাদিমের টেকনিক্যাল ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ব্যর্থতাকে দু’দেশই আগামী দিনের প্রস্তুতির জন্য শিক্ষা হিসেবে নিচ্ছে। প্যারিস অলিম্পিককে সামনে রেখে এখনই নতুনভাবে নিজেদের ঝালিয়ে নিতে মরিয়া ভারত ও পাকিস্তান দুই দলই। এক কথায়, টোকিও বিশ্বচ্যাম্পিয়নশিপের জ্যাভেলিনে হারল দু’দেশ, কিন্তু আগামীতে আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু হল এখান থেকেই।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটে নীরজ, দশে নাদিম, জ্যাভেলিনে খালি হাতে ভারত-পাকিস্তান!
