Skip to content

মেদিনীপুর শহরে চা দোকানে মানসিক ভারসাম‍্যহীন ব্যক্তিকে চিকিৎসা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে রাস্তার ধারে একটি চায়ের দোকানে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা এক মানসিক ভারসাম‍্যহীন ব্যক্তি তার দুটো পা ক্ষত নিয়ে পড়ে আছে। খবর দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খানকে। উল্লেখ্য কয়েকদিন আগেই মেদিনীপুর শহরে এই ব্যক্তি রাস্তার ধারে পড়েছিল , স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। তার চিকিৎসা চলছিল হাসপাতালে। কিন্তু কিভাবে চিকিৎসা থাকা কালীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দু পা ক্ষত নিয়ে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি মেদিনীপুর শহরের পঞ্চুরচকে চলে আসে। তবে দু পা ক্ষত নিয়ে পড়ে থাকায় পাশাপাশি দোকান বন্ধ করে চলে যেতে হয় তাদেরকে। কারণ তার দু পা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের তৎপরতা অবশেষে খবর পাওয়ার সাথে সাথে পৌর প্রধান সৌমেন খান সহ পৌর আধিকারিকরা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পৌর প্রধান সৌমেন খান বলেন আমি এস ডি ও ম্যাডাম ও হসপিটাল কর্তৃপক্ষদের কে জানিয়েছি যাতে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চিকিৎসা ভালোভাবে করা হয়। তবে ওই ব্যক্তি নাম পরিচয় কোথায় থেকে এসেছে কিছুই জানা যায়নি। কিন্তু মেদিনীপুর শহরবাসী প্রশ্ন উঠছে। কিভাবে চিকিৎসা চলাকালীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বেরিয়ে চলে আসে তবে নজরদারি অভাবের জন্য না অন্য কিছু।

Latest