Skip to content

মেধা অভীক্ষার পুরস্কার বিতরণী ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি!

নিজস্ব সংবাদাতা : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডেবরা বিজ্ঞান কেন্দ্র ও গোলগ্রাম বিজ্ঞান চক্রের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ্য করে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি ও মেধা অভীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান চক্রের কৃতি ছাত্র ছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয় গোলগ্রাম অডিটোরিয়ামে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সভানেত্রী অধ্যাপিকা ডঃ সুজাতা মাইতি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জেলা সম্পাদক ড.সুধাপদ বসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যকরী সভাপতি ডঃ দিলীপ চক্রবর্তী।এদিন সকালে ১৪৭ জন প্রতিযোগীকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ১৫০ জন পুরস্কার প্রাপক এবং ৩০০'র অধিক দর্শক শ্রোতার উপস্থিতিতে সাপ নিয়ে সচেতনতা মূলক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী এবং যুক্তিবাদী শো প্রদর্শন করেন রবীন্দ্রনাথ সিং। পুরস্কার গ্রহীতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় । সকালে দুটি ছাতিম ও দুটি বকুল চারা সংশ্লিষ্ট এলাকায় রোপণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গোলগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক তথা গোলগ্রাম বিজ্ঞান চক্রের সভাপতি সুব্রত বেরা।

Latest