Skip to content

হায়দরাবাদে বল পায়ে GOAT ম্যাজিক দেখালেন,ভরা স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : কলকাতা পারেনি, করে দেখাল হায়দরাবাদ। শনিবার দুপুরে সেখানে মেসির পৌঁছনোর পর থেকেই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। হায়দরাবাদে সেই দৃশ্যই দেখা গেল।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে বল ড্রপ করে দিলেন মেসি।

অনভ্যস্ত পায়ে রেবন্ত রেড্ডি শট নিলেন। সেই শট ঠিক হল না। মেসি হেসে ফেললেন।

নির্মল হাসি তাঁর। মেসিকে হাসতে দেখে ভুল শট নেওয়া রেবন্ত রেড্ডিও হেসে দিলেন। দূরে দাঁড়ানো রডরিগো দি পল ও সুয়েরাজও হাসছেন তখন।প্রতিপক্ষ যতই কঠিন হোক, যতই শক্তিশালী হোক, এই পাসিং ফুটবল দিয়ে ইন্টার মায়ামিতে মালা গাঁথেন মেসি-দি'পল ও সুয়ারেজ।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেও সেই পাস, পাস আর পাসই দেখা গেল। তিন তারকা ফুটবলারের সঙ্গে মাঠেই সাক্ষাৎ হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সংবর্ধনা দেওয়ার সময়ে মেসির সঙ্গে কথা বলতে দেখা যায় রাহুল গান্ধীকে।

রাজীব গান্ধী স্টেডিয়ামে মেসির চারপাশে ভিড় ছিল না। তিনি মনের আনন্দে বলে শট মারেন। তাঁর হাসি দেখেই বোঝা যাচ্ছিল বেশ খোশ মেজাজে রয়েছেন। অথচ দিনের শুরুতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এমন খোলা মেজাজে পাওয়া গেল না। খুব অল্প সময়ে মাঠে দেখা যায় মেসিকে।

Latest