Skip to content

মানুষের স্বপ্নের মেট্রো!

সমীরণ ভৌমিক : স্বপ্ন মানুষকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। যার স্বপ্নের সঙ্গে কর্মের যোগাযোগ আছে তিনিই কার্যত সফল।শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ উদ্বোধন করলেন পৃথিবীর বৃহত্তম, ব্যাস্ততম শহর কলকাতার তিন মেট্রো সার্ভিস। নোয়াপাড়া- যশোহর রোড মেট্রো -দমদম জয় হিন্দ বিমানবন্দর মেট্রো, শিয়ালদহ -এসপ্ল্যানেড, বেলেঘাটা -হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এটি একটি ঐতিহাসিক দিবস। যেটি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের কাছে নয়, ভারতবাসীর মনের মোনিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। একটা নয়, দুটো নয়, তিন তিনটে মেট্রো স্টেশন। প্রথম- East West Metro সল্টলেক সেক্টর -৫, END TO END হাওড়া ময়দানের সঙ্গে যুক্ত করে দিলেন। দ্বিতীয়-নোয়াপাড়া থেকে দমদম জয় হিন্দ মেট্রো স্টেশন। তৃতীয়-বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। এই স্বর্ণ দিনটি পশ্চিমবাংলার মানুষের উচ্ছ্বাস ও আনন্দে বিহ্বল দেখার মত।

সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, কাতারে কাতারে প্রচুর মানুষের ভিড় এবং উপস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে এক পলক দেখার জন্য। এই ভূগর্ভস্থ মেট্রো কানেকশন সমস্ত কলকাতা শহরকে বেষ্টন করে মানুষ কলকাতার যেদিকে ইচ্ছে যেতে পারেন। একেবারে হাওড়া ষ্টেশন থেকে মানুষ প্লেন ধরার জন্য ডাইরেক্ট এয়ারপোর্ট জয়হীন মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন।

বাস ধরার মানসিক যন্ত্রণা, অত্যন্ত কম সময়ে এবং খুব মূল্যে এখনকার ব্যস্ত মানুষ তার স্বপ্নের মেট্রো হাওড়া, এসপ্ল্যানেড, শিয়ালদহ, সল্টলেক সেক্টর-৫, নোয়াপাড়া, যশোহর রোড, বিমানবন্দর খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এশিয়ার সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড জয় হিন্দ দমদম মেট্রো স্টেশন।৩৩০ মিটার লম্বা, ১১ মিটার চওড়া সাবওয়ে থেকে সোজা আন্তর্জাতিক দমদম বিমানবন্দরে দেশি ও বিদেশী মানুষ সহজে পৌঁছে যেতে পারবেন।

আধুনিক প্রযুক্তির কথা চিন্তা করে স্মার্টকার্ড, টোকেন নেওয়ার ব্যবস্থা, ও অটোমেটিক ভ্যানডিং মেশিনের ব্যবস্থা আছে। এই জয় হিন্দ মেট্রো স্টেশনটি ধর্মতলা, এসপ্ল্যানেডের মত একটি টার্মিনাল মেট্রো স্টেশন। এখান থেকে একদিকে বারাসত, কবি সুভাষের দিকে যেটি অরেঞ্জ কালার মার্কিং আছে। আবার অপরদিকে ইয়োলো কালার যেটি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর, টালিগঞ্জ,কবি সুভাষচন্দ্র যাওয়া যাবে।

কলকাতার এই ঐতিহাসিক তিন মেট্রো সার্ভিস উদ্বোধনী করতে এসে তিনি বলেন- I' m very happy to be in Kolkata and that too as this great city is preparing for Durga Puja festivities. Today is a special day for connectively in Kolkata. The expansion of the Metro network will benefit many citizens. Travelled on the Metro with students and shramiks who worked on expanding the infrastructure.

Latest