Skip to content

গতকাল ১১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পথসভা!

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৫শে মে রয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে জোর প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো,,সঙ্গে চলছে পথসভাও।গতকাল (১৬ ই মে) মেদিনীপুর শহরের অন্যতম জনবহুল এলাকা কোতয়ালী বাজার চক এ আসন্ন লোকসভা নির্বাচন কে সামনে রেখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার সমর্থনে একটি বর্ণাঢ্য পথসভার আয়োজন করে ১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।এই পথসভায় ওয়ার্ডবাসীর স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।প্রায় কয়েকশো মানুষ এই পথসভা তে বক্তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন।বিশেষ করে ওয়ার্ডের মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকালের এই সান্ধ্যকালীন পথসভায় উপস্থিত ছিলেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই,ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী,ওয়ার্ডের যুব সভাপতি সেক আজহার উদ্দিন,মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান,পৌরসভার সি.আই.সি তথা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু,জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী,মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবীর আগরওয়াল,ছাত্র নেতা তথা রাজ্যের সাধারণ সম্পাদক অভিরুপ চক্রবর্তী,মেদিনীপুর শহর INTTUC এর সভাপতি বুদ্ধ মহাপাত্র,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়,২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সত্য সুন্দর পড়িয়া,রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,জেলা নেতৃত্ব জয়ন্ত মাইতি,মেদিনীপুর আদালতের বিশিষ্ট আইনজীবী শক্তিপদ দাস অধিকারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গতকাল এই পথসভায় রাজ্যের বিরোধী দল বিজেপি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ কে কড়া হাতে আক্রমণ করেন জয়ন্ত মাইতি,নির্মাল্য চক্রবর্তী,আবীর আগরওয়াল রা।সেইসঙ্গে জনগণের কাছে তুলে ধরেন তৃণমূলের লোকসভা নির্বাচনে প্রার্থী জুন মালিয়ার বিধায়িকা হিসাবে বিধায়িকা হিসাবে বিগত ৩ বছরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিগুলি।এই মঞ্চ থেকেই ১১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লিপি বিষই ওয়ার্ডবাসী কে আগামী ২৫শে মে তৃণমূল কংগ্রেস কে ভোট দিয়ে দিদির হাত শক্ত করার জন্য আহ্বান জানান।

Latest