পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মেদিনীপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী হাজরার উদ্যোগে পালিত হল রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতির রাখি বন্ধন উৎসব। সেই রীতি আজও বাংলায়। এই উৎসবে হিন্দু-মুসলিম এক হয়ে পথচলতি মানুষদের হাতে রাখি পরালেন এবং সকলকে মিষ্টিমুখ করালেন কাউন্সিলর মৌসুমী হাজরা। এলাকার বিধায়ক সুজয় হাজরাকে রাখি পরিয়ে শুভ সূচনা করলেন ২২ নম্বর ওয়ার্ডের মহিলারা। পথচলতি গাড়িচালক থেকে শুরু করে বিভিন্ন মানুষের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বার্তা দিলেন কাউন্সিলার।