Skip to content

মেদিনীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে মহানালার উপর অবৈধ ভাবে নির্মাণ ক্লাব!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে মহানালার উপর অবৈধ ভাবে নির্মাণ হয়েছে একটি ক্লাব ঘর। সেই ছবি তুলে আমরা খবর সম্প্রচার করা হয়েছিল।পরের দিনেই অবৈধ নির্মাণের  স্থল পরির্দশনে আসেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান ও ওয়ার্ড কাউন্সিলার সহ পৌর আধিকারিকরা। অবৈধ নির্মাণ স্থল খতিয়ে দেখে পৌরপ্রধান সৌমেন খান জানান, এভাবে মহানালার উপর অবৈধ নির্মাণ পৌরসভা মেনে নেবে না। শহরের নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে সরিয়ে ফেলা হবে অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই নির্মাণকারীদের অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়েছিল। তার মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে না সরালে ,পৌরসভা ভেঙে ফেলে দেবে বলে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে । প্রায় দুমাস সময় কেটে গেছে মহানালার উপর অবৈধ নির্মাণ ভাঙ্গার তো দূরের কথা একটা ইট সরেনি, যার ফলে মহানালায় জমে পড়েছে আবর্জনা, এর থেকে বিভিন্ন রোগ সৃষ্টি তৈরি হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে মশা উৎপন্ন হচ্ছে। প্রশ্ন উঠছে মেদিনীপুর শহরবাসী ওই অবৈধ নির্মাণ ক্লাব ঘরটি শাসক  দলের লোক যুক্ত আছে। যার ফলে ওই মহানালার উপর নির্মাণকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে না। যদি  গরিব মানুষ নির্মাণ করতো তবে পৌরসভা ও আধিকারিকরা সময় নষ্ট না করে ভেঙে ফেলে দেওয়া হতো। এটাই এখন সব থেকে বড় প্রশ্ন এই মহানালার উপর অবৈধ নির্মাণ ক্লাব ঘর টি ভাঙ্গা হবে না, মহানালার উপর ওই ক্লাব ঘরটি রয়ে যাবে ? সেটাই এখন দেখার সময়।

Latest