পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : দিঘা যাওয়ার পথে ঘটছে একাধিক দুর্ঘটনা এমনকি হয়েছে প্রাণহানি। মূলত যার বেশির ভাগই পড়ছে দিঘা থেকে নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে তিনটি করে গার্ডরেল বসানো হচ্ছে। ১১৬ বি জাতীয় সড়কে বারবার দুর্ঘটনা নিয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় দু’জন ডেপুটি সুপার পদমর্যাদার ট্রাফিক অফিসার থাকা সত্ত্বেও একজন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ করে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক। গত সপ্তাহে গোটা জেলা জুড়ে ৭০টি ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করেন ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। যার বেশির ভাগ ১১৬ বি জাতীয় সড়কের মধ্যে। এরপর মঙ্গলবার থেকে কাঁথির বাইপাস এলাকা, মারিশদা, বাজকুল, ইড়িঞ্চি, ঠাকুরনগর, চণ্ডীপুর উড়ালপুলের কাছে ট্রাফিক বিভাগের উদ্যোগে তিনটি করে গার্ড রেল বসানো হয়েছে। পরিকল্পনা করা হয়েছে ডিভাইডার বসানোরও মূলত জাতীয় সড়কের ধারে স্কুল বা কলেজ রয়েছে,যেসব এলাকায়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল কুমার মণ্ডল বলেন, ‘‘পরপর কয়েকটি দুর্ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়ক পরিদর্শন করে নতুন করে ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। সেখানে তিনটি গার্ড রেল বসানো হচ্ছে।’’