Skip to content

মেদিনীপুর বিধানসভার ১৭৭ নম্বর বুথের তথ্য দেখে চোখ কপালে উঠছে!

1 min read

সেখ ওয়ারেশ আলী : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য খসড়া তালিকা প্রকাশিত হলো । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয় থেকে ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে,এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। খসড়া ভোটার তালিকার পাশাপাশি, যে সমস্ত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের সম্পূর্ণ তথ্যও এই তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তালিকাটি প্রকাশিত হওয়ার পরপরই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের ২৩৬ নম্বর বুথের তথ্য দেখে সবাই বিস্মিত হন। ২০২৫ সালের বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের (এসএসআর) পূর্ববর্তী তালিকা অনুযায়ী, এই বুথে ভোটারের সংখ্যা ছিল ৭৬১ জন। এসএসআর প্রক্রিয়ার সময় এর মধ্যে ৩৫৮ জনের নাম বাদ দেওয়া হয়। এদের মধ্যে মাত্র ১৩ জন ভোটার মৃত। মাত্র ৩ জন স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন এবং ৩৪২ জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান যে, যেহেতু এই বুথটি একটি সরকারি কলোনিতে অবস্থিত, তাই অনেক মানুষ স্থানান্তরিত হয়েছেন এবং সম্ভবত তাঁদের খুঁজে পাওয়া যায়নি। ইলেকশন কমিশনের SOP অনুযায়ী কোন ভোটার স্থানান্তরিত হলে নাম দের কারণ হিসেবে দেখানো হবে শিফটেট ভোটার! তাহলে এক্ষেত্রে কেন প্রত্যেককেই খুঁজে পাওয়া গেল না বলে উল্লেখ করা হয়েছে? ভোটকর্মী ও BLO জানান, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ যাওয়ার কথা ছিল (মৃত, স্থায়ী ভাবে স্থানান্তরিত, ভুয়ো ও অনুপস্থিত ভোটার), তাঁদের প্রত্যেকের নাম সরাসরি তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে।

কী ভাবে দেখবেন আপনার নাম আছে কিনা?

https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করে ‘SIR FINAL PUBLICATION 2025’ সেকশনে গিয়ে ‘SEARCH YOUR NAME IN DRAFT ROLL’-এ ক্লিক করলে, আপনাকে আপনার রাজ্যের নাম ও EPIC নম্বর দিতে হবে। আর তারপরেই আপনার নাম আপনি দেখতে পাবেন খসড়া ভোটার তালিকায়।

যেসব ভোটারের নাম ২০২৫ সালের পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় ছিল কিন্তু ২০২৬ সালের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের তালিকা দেখুন এই ওয়েবসাইটে https://ceowestbengal.wb.gov.in/asd_sir

Latest