পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুক্রবার দুপুরে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ঘাটালের প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিলো।মিছিল চলাকালীন শুভেন্দু অধিকারীর বার্তা, ‘১৫ হাজার লোক হাঁটছে মিছিলে। ৪২ ডিগ্রি সেলসিয়াস, প্রবল দাবদাহ। মানুষ আছেন, মিছিলে গরিব মানুষই বেশি আছেন।তাঁরও দাবি, অগ্নিমিত্রা এবং হিরণ দু’জনই জিতবেন। গোটা বাংলা জুড়েই মোদী হাওয়া। মেদিনীপুরে তো ঘূর্ণিঝড়। এই মিছিল শুরু হয়েছিল অরবিন্দনগরের মাঠের সামনে থেকে। শেষ হয় কালেক্টরেট মোড়ের সামনে।