Skip to content

বিহার ভোটে NDA–র বিপুল জয়ের আনন্দে মেদিনীপুরে উচ্ছ্বাস!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিহার ভোটে NDA–র বিপুল জয়ের আনন্দে মেদিনীপুরে উচ্ছ্বাস BJP–র শিবিরে।বিহার বিধানসভা নির্বাচনে NDA জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতার আভাস মিলতেই উৎসবে মেতে উঠল মেদিনীপুর বিজেপি। শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকেই শুরু হয় জয়ের আনন্দোৎসব। মুহূর্তের মধ্যে কার্যালয় চত্বর রঙে রঙিন হয়ে ওঠে।জেলার বিজেপি নেতা-কর্মীরা গেরুয়া আবির ছড়িয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন পথচলতি সাধারণ মানুষের সঙ্গেও। বহু পথচারীকে ‘মিষ্টিমুখ’ করিয়ে এবং আবির মেখে বিজয়ের বার্তা ছড়িয়ে দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। চারদিকে শোনা যায় ঢোল-নগাড়ার শব্দ, জয়ধ্বনি আর উচ্ছ্বাসের সুর।জেলা বিজেপির সহ সভাপতি ডাক্তার শঙ্কর গুছাইত জানান, বিহার ভোটে NDA–র এই ফলাফল গোটা দেশের রাজনৈতিক বার্তা বহন করছে। আর সেই জয়ে তারা গর্বিত ও উৎসাহিত। মেদিনীপুরে বিজেপির এই উৎসব জয়ের আনন্দকে ঘিরে এক বিশেষ আবহ তৈরি করে। ২০২৪ উড়িষ্যা, ২০২৫ শে বিহার, ২০২৬শে কি পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সেলিব্রেশন করবে?

Latest